মুক্তির তিন সপ্তাহের মধ্যে ভারতে একশ কোটি রুপির বেশি ব্যবসা করেছে অক্ষয়-সোনাক্ষি অভিনীত অ্যাকশন মুভি 'হলিডে'। ছবিটির নির্মাতা এ আর মুরুগাদস বলেছেন, অ্যাকশন ঘরানার যে ধরনের ছবি ভারতে তৈরি হচ্ছে তাতে খুব সহজেই হলিউডকে টক্কর দেওয়া সম্ভব। অ্যাকশন ফিল্মনির্মাতা হিসেবে দক্ষিণ ভারত এবং বলিউড- দুই জায়গাতেই সমানভাবে জনপ্রিয় এই নির্মাতা। বলিউডে 'একশো কোটির ক্লাব'র প্রচলন হয়েছিল তার পরিচালিত সিনেমা 'গাজনি' থেকেই, যা তামিল ভাষায়ও নির্মাণ করেছেন তিনি। ক্যারিয়ারে বেশিরভাগ সময়ই মূলত তামিল অ্যাকশন মুভি নির্মাণ করেছেন মুরুগাদস, এর মধ্যে রয়েছে 'ধিনা' এবং 'রামানা'। 'হলিডে' তার পরিচালিত দ্বিতীয় হিন্দি সিনেমা, যেখানে অক্ষয়ের সঙ্গে দেখা গেছে সোনাক্ষি সিনহাকে।