আবার একসঙ্গে অভিনয় করছেন স্বর্ণালী জুটি আফজাল হোসেন এবং সুবর্ণা মুস্তাফা। সম্প্রতি তারা সহশিল্পী হিসেবে ঈদের একটি একক নাটকের শুটিং শেষ করেছেন। নাটকের শিরোনাম 'ইংরেজী শিক্ষার আসর'। নাটকটি রচনা করেছেন বদরুল আনাম সৌদ। পরিচালনা করেছেন আরিফ খান। এ নাটকে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। নাটকের গল্পে দেখা যাবে, আফজাল এবং সুবর্ণা প্রতিবেশী। পাশাপাশি ফ্ল্যাটে থাকেন তারা। আফজাল হোসেন তার দুই সন্তান নিয়ে থাকেন আর সুবর্ণা থাকেন স্বামী শহীদুজ্জামান সেলিমকে নিয়ে। ইংরেজি ভাষা নিয়ে দু'পরিবারেই ঘটে মজার মজার ঘটনা। আফজাল হোসেন খুব একটা পড়াশোনা করেননি। কিন্তু বেশ টাকা-পয়সার মালিক। তার দুই সন্তান পড়ে ইংলিশ মিডিয়ামে। সন্তানরা সবসময় ইংরেজিতে কথা বলে। কিন্তু কিছুই বুঝে না আফজাল। এ নিয়ে তার চিন্তার শেষ নেই। অন্যদিকে সুবর্ণা আর সেলিম প্রায়ই ঝগড়া করে। মজার বিষয় হচ্ছে ঝগড়ার সময় তারা ইংরেজিতে ঝগড়া করে। বাংলায় ঝগড়া করতে পারে না। এ দেখে আফজাল হোসেন অনুধাবন করেন তারও ইংরেজি শেখা উচিত। তাই তিনি সুবর্ণাদের কাছে যান। এভাবেই এগিয়ে যায় গল্প।
'ইংরেজী শিক্ষার আসর' নাটকটি প্রচার হবে আসছে ঈদে চ্যানেল আইতে। নাটক প্রসঙ্গে নির্মাতা আরিফ খান বলেন, 'আফজাল ভাই এবং সুবর্ণা আপাকে নিয়ে কাজ করতে পেরেছি এটা ভালো খবর। আসলে ঈদ মানে বিশেষ কিছু। তাই বিশেষ শিল্পী নিয়ে কাজ করতে চেষ্টা করি সবসময়। এই দুই শিল্পী ২০১২ সালে একসঙ্গে আমার নাটকেই শেষ অভিনয় করেছিলেন।'