আমার আমি'তে নির্মলেন্দু গুণ ও আনিসুল হক
আমার আমি'তে আজকের পর্বে অতিথি কবি নির্মলেন্দু গুণ ও কথাসাহিত্যিক আনিসুল হক।
আজ প্রচার হবে দ্বিতীয় পর্ব। আজকের অনুষ্ঠানে তাঁরা কথা বলেছেন কবি ও সাহিত্যিক হয়ে ওঠার গল্প। এছাড়া দুজনে আরও বলেছেন ব্যাক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা।
রূমানা মালিক মুনমুনের উপস্থাপনায় 'আমার আমি'র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে রাত ৯টা ০৫ মিনিটে।
দ্য লিটল মাস্টার
এটিএন বাংলায় আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে শিশুতোষ দীর্ঘ ধারাবাহিক নাটক 'দ্য লিটল মাস্টার'। সিরাজুল করিমের রচনা ও আবীর খানের পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল হায়াত, সাবেরী আলম, মিতা নূর, তাজিন আহমেদ, আবীর খান ও শিশু অভিনয়শিল্পী 'ঘেটুপুত্র' চলচ্চিত্র খ্যাত মামুন, কাশফিম, আলভি, নিলা সহ আরো অনেকে। উল্লেখ্য, নাটকের প্রথম পাঁচটি পর্বে অভিনয় করেন প্রয়াত অভিনেত্রী মিতা নূর। তার চরিত্রটিকে পরবর্তীতে অভিনয় করছেন তাজিন আহমেদ।
ট্রাভেলারস স্টোরি
রাত নয়টা ১৫মিনিটে চ্যানেল নাইনে প্রচার হবে শাহরিয়ার শাকিলের পরিচালনায় ট্রাভেল শো 'ট্রাভেলারস স্টোরি'। উপস্থাপিকা এবিসি রেডিওর আরজে মারিয়া। এই ট্রাভেল শোতে দর্শক দেখতে পাবেন স্টার ক্রুজ সুপারস্টার ভারগো, সিংগাপুরের রিসোর্ট ওয়ার্ল্ড সেনতসার ইউনিভার্সাল স্টুডিয়স সহ আরও নানা অ্যাট্রাকশন। সুপারস্টার ভারগোতে করে ট্রাভেলারস স্টোরি ঘুরে বেরিয়েছে সিংগাপুর থেকে থাইল্যান্ড এর ফুকেট, মালায়শিয়ার লাংকাউই। ফুল এইচডি ক্যামেরায় শুট করা হয়েছে ট্রাভেলারস স্টোরি। সুপারস্টার ভারগো এবং সিংগাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতায় পুরো শুটিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
লাইভে তপু
আরটিভিতে সেলিব্রেটি লাইভ টিপস এন্ড ফান বিষয়ক অনুষ্ঠান লেট নাইট কফি। অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন সঙ্গীতশিল্পী তপু। লেট নাইট শো অনুষ্ঠানটি মূলত রাত জাগা দর্শকদের জন্য। যারা রাতের আলোয় নিজেদের সমস্যার জন্য সমাধান খোঁজেন। অনুষ্ঠানটি আর টিভির স্টুডিও থেকে সরাসরি সমপ্রচার করা হবে এবং টেলিফোন ও ই-মেলের মাধ্যমে দর্শকদের সাথে নির্দিষ্ট ট্রপিক নিয়ে কথা বলা হবে। অনুষ্ঠানটি উপস্থাপনার আছেন নুসরাত ফারিয়া মাজহার ও আবির। সোহেল রানা বিদুৎতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আর টিভিতে রাত ১২ টা ১ মিনিটে।
প্যাভিলিয়ন
চ্যানেল নাইনে রাত আটটা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'প্যাভিলিয়ন'। এর চিত্রত্রনাট্য ও পরিচালনায় ইশতিয়াক আহামেদ রুমেল এবং
অভিনয়ে- মাসুদ আলী খান, লায়লা হাসান, তৈকির আহামেদ, জেনী, মারজুক রাসেল তানজিকা, সোহেল খান, মুনিরা মিঠু, ডা: এজাজ, মিশু সাবি্বর, ভাবনা, বিপাশা কবির, সমাপ্তি মাসুক, কবির এহসান, ছবি আরাফাত, শফিক আহামেদ, ইশতিয়াক খান, ফারম্নক আহামেদ।
দুই পরিবারের নানা ঘটনা, দ্বন্দ্ব সংঘাত নিয়ে চলতে থাকে নাটকের কাহিনী। শা্বাসত বাংলার চিরন্তন ঘটনাবলী ইঠে আসে গল্পের ভাজেঁ ভাজেঁ। দর্শক এই গল্পে খুজেঁ পাবে তাদের আশে পাশের নিত্যদিনের চিত্র।
আমাদের ছোটনদী চলে বাঁকে বাঁকে
চ্যানেল আইতে রাত ৭.৫০ মিনিটে প্রচার হবে দীর্ঘ ধারাবাহিক নাটক আমাদের ছোটনদী চলে বাঁকে বাঁকে'র দ্বিতীয় পর্ব। রচনা আহসান আলমগীর। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয়ে মিশা সওদাগর, নাদের চৌধুরী, সোহেল খান, রওনক হাসান, পুনম হাসান জঁই, রুনা খান প্রমুখ। সমাজ ও সংসারের নানা অসংগতি, সম্পর্কের টানাপোড়েন এই নাটকে উঠে এসেছে।
তিশার উপস্থাপনায় 'ফুটবল ম্যানিয়া'
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে জিটিভি সরাসরি সম্প্রচার করছে বিশ্বকাপ ফুটবলের টুকিটাকি সব খবরাখবর, প্রতিদিনের ম্যাচ পর্যালোচনা মুলক অনুষ্ঠান 'ডাবর মেসওয়াক ফুটবল মেনিয়া'। অনুষ্ঠানের প্রতি পর্বের থাকছে
একজন করে অভিজ্ঞ ফুটবলার সেই সাথে থাকছেন একজন সেলিব্রেটিও।
অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন সাবেক কৃতি ফুটবলার ও কোচ মাহবুব হোসেন রক্সি এবং লাঙ্ তারকা আলভী। মডেল উপস্থাপক তানজিন তিশার উপস্থাপনায় অনুষ্ঠাটি রাত ৮টা ১৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে।