পরিচালক করণ জোহর 'বম্বে ভেলভেট' সিনেমায় অভিনয় করার জন্য কোনোরকম পারিশ্রমিক নেন নি। এমনটাই জানালেন ছবিটির এক পরিচালক বিকাশ বহেল। তিনি টুইট করে জানান, 'করণ এই চরিত্রে অভিনয় করার জন্য কোন পারিশ্রমিক নেননি। উনি সিনেমায় অভিনয়ের পাশাপাশি পরিচালনার ক্ষেত্রেও আমাদের খুব সাহায্য করেছেন।'
জানা গেছে, করন জোহর 'বম্বে ভেলভেটে'র প্রযোজকদ্বয় সংস্থা 'ফক্স স্টার স্টুডিও' ও 'ফ্যান্টম ফিল্মস' এর তরফ থেকে ১১টাকার চেক নিয়েছেন টোকেন হিসেবে। 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' সিনেমায় ছোট্ট একটি চরিত্রের পর করণকে অনুরাগ কাশ্যপ ও বিকাশ বহেল পরিচালিত ছবিতে আবার অভিনয় করতে দেখা যাবে।
ছবিটি ২৮ শে নভেম্বর মুক্তি পাবে এবং ছবিটির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর ও আনুশকা শর্মা।