ব্রাজিলে চলছে বিশ্বকাপ ফুটবলের আসর। গোটা দুনিয়ার মতো বাংলাদেশেও চলছে বিশ্বকাপ-উন্মাদনা। এই উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে দিতে অন্যরকম এক উদ্যোগ নিলো বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম। ব্রাজিল বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বিখ্যাত গায়িকা শাকিরার গাওয়া 'লা লা লা' গানটির বাংলা সংস্করণ তৈরি হয়েছে বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে। বাংলায় গানটি গেয়েছেন তিশমা। নতুন সংগীতায়োজনও করেছেন তিনি।
পর্তুগিজ ও ইংরেজি ভাষা থেকে 'লা লা লা' গানটি বাংলায় লিখেছেন জুয়েল মাজহার। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি এই মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সংগীতশিল্পী তিশমা। বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের বিনোদন বিভাগ ছিল সার্বিক তত্ত্বাবধায়নে। বাংলায় 'লা লা লা' গানটি নির্মাণের উদ্যোগ নেওয়া প্রসঙ্গে বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক আলমগীর হোসেন বলেন, 'ব্রাজিল বিশ্বকাপের শুরু থেকেই শাকিরার গাওয়া 'লা লা লা' গানটি চারদিকে বাজতে শুনেছি। আমাদের মনে হয়েছে, গানটি যদি বাংলায় রূপান্তর করা যায় তাহলে বাঙালিদের কাছে এর প্রতি আকর্ষণ দ্বিগুণ বেড়ে যাবে। তিশমার সহযোগিতায় গানটি তৈরির কাজটা সম্পন্ন করতে পেরেছি। এ জন্য তাকে ধন্যবাদ।'
তিশমার গাওয়া 'লা লা লা' গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জয়ন্ত রোজারিও। গান নিয়ে তিশমা বলেন, 'বাংলানিউজের কাছ থেকে প্রস্তাবটি পেয়ে ভালো লেগেছে। বাংলাদেশের ফুটবলপ্রিয় মানুষের কথা ভেবে কাজটি করেছি। গানটি বিশ্বকাপ ফুটবলের প্রতি আমাদের সম্মান প্রদর্শন।'
গতকাল বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে। http://www.banglanews24.com/beta/index.php এবং ইউটিউবে গানটি দেখা যাচ্ছে।