মোস্তফা সরওয়ার ফারুকী
আমরা যদি ধরি এবারের ঈদে তিনশত নাটক ও টেলিফিল্ম নির্মাণ হয়েছে, এর পেছনে কাজ করেছে একশজন পরিচালক ও নাট্যকার। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে কি বর্তমানে একশজন ভালো মানের পরিচালক ও নাট্যকার আছে? আমাদের এই ইন্ডসিন্টটা যে পরিমাণে বড় হয়েছে সেই পরিমাণে পরিচালক ও নাট্যকার আমাদের হাতে নেই। আর একটি মানসম্মত কাজের জন্য ভালো বাজেট থাকা দরকার। তাও আমরা এখন পাচ্ছি না। সব মিলিয়ে আমি বলব, এত প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমরা যদি ২০টি কাজও ভালো করতে পারি এটাই আমাদের বড় পাওয়া।
নূরুল আলম আতিক
একটি নাটকের মূল ভিত্তি হচ্ছে গল্প। আর আমাদের দেশের নাটকের মান কমে যাওয়ার একটি প্রধান কারণ হচ্ছে দুর্বল গল্প। প্রায় প্রতি ঈদেই আমরা দেখি একই ধরনের গল্পের নাটক। আমাদের দেশে বর্তমানে অনেক তরুণ সম্ভাবনাময় পরিচালক বা স্ক্রিপ্ট রাইটার আছেন, তারা যদি একটু পড়াশোনা করেন তাহলেই এই সংকট কমে আসবে। আর আজকে এই সংকট চোখে পড়ছে চ্যানেলের সংখ্যা বেশি হওয়ায়। চ্যানেলগুলোর প্রতি ঈদে প্রায় তিনশর মতো টেলিফিল্ম অথবা নাটক দরকার কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে কি এত ভালো সংখ্যক পরিচালক কিংবা স্ক্রিপ্ট রাইটার আছেন যে তারা তিনশর মতো ভালো কাজ তৈরি করতে পারবেন?
গিয়াস উদ্দিন সেলিম
একটি ভালো মানের নাটক করতে হলে সবকিছুর উপরে জোর দিতে হবে। যেমন ভালো গল্প, ভালো পরিচালনা, গল্পের সঙ্গে মিল রেখে অভিনেতা-অভিনেত্রী, শুটিং লোকেশন, লাইটিং, মেকাপ ইত্যাদি। এসব কিছু মিলিয়েই একটি ভালো নাটক। আমাদের দেশে প্রায় প্রতি ঈদে অনেক নাটক ও টেলিফিল্ম তৈরি হয়। তাদের মধ্যে অনেকের কাজ আমার ভালো লাগে। আর একটি ভালো নাটক ও টেলিফিল্মের জন্য প্রয়োজন একটি ভালো বাজেট। আমরা যত যাই বলি না কেন ভালো বাজেট ছাড়া ভালো প্রোডাকশন তৈরি করা যাবে না।
অঞ্জন আইচ
একটি ভালো গল্প ছাড়া একটি ভালো নাটক কখনো কল্পনা করা যায় না। আর আমি সব সময় চেষ্টা করি সমসাময়িক নানা বিষয় নিয়ে নতুন ধারার গল্প তৈরি করতে। আমাদের চার পাশে অনেক গল্প আছে কিন্তু সবাই সেই গল্পগুলো ধরতে জানে না। ভালো মানের গল্পের পাশাপাশি একজন ভালো পরিচালকের প্রয়োজনীয়তাও অপরিসীম।