ফুটবল উৎসব উন্মাদনায় দুলছে গোটা বিশ্ব। ঢেউ লেগেছে মিডিয়ায়ও। প্রিয় দল, প্রিয় খেলোয়াড়দের নিয়ে ভাবছেন তারকারাও। বিশ্বকাপ নিয়ে নানা ভাবনার কথা বলেছেন অভিনেত্রী স্বাগতা। আমার ভাই ব্রাজিল এবং বোন ইংল্যান্ডের সমর্থন করে। বাসায় আমি একাই আর্জেন্টিনার সমর্থক। সুযোগ পেলেই আমাকে তারা জ্বালায়। বলতে গেলে বাসায় আমি খুব চাপে থাকি। এবার আর্জেন্টিনার বাইরে নেদারল্যান্ডস ও জার্মানির খেলা আমার ভালো লেগেছে। এ ছাড়া এবার বিশ্বকাপে নতুন দলগুলো অনেক ভালো খেলছে। তারা প্রমাণ করছে ফুটবল জোরের খেলা নয়, কৌশলের খেলা। আমার প্রিয় দল আর্জেন্টিনার কাছে এবার প্রত্যাশা এটাই।