পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বাচ্চনকে নাম ধরে ডাকায় ক্যামেরাম্যানকে চড় মারলেন শাশুড়ি জয়া বাচ্চন। বলিউড পরিচালক সুভাষ ঘাইয়ের এক পার্টিতে সম্প্রতি এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
জানা গেছে, সুভাষ ঘাইয়ের পার্টিতে একদল সাংবাদিকের মুখোমুখি হন শাশুড়ি-পুত্রবধূ জুটি জয়া বাচ্চন ও ঐশ্বরিয়া রাই বাচ্চন। সে সময় দুজনকে একসঙ্গে পেয়ে ছবি তোলার অনুরোধ করেন এক ক্যামেরাম্যান। কিন্তু ক্যামেরাম্যান ঐশ্বরিয়াকে নাম ধরে সম্বোধন করায় ভীষণ চটে যান জয়া এবং সঙ্গে সঙ্গে ক্যামেরাম্যানকে বসিয়ে দেন এক থাপ্পর। এরপর তিনি বলেন, 'ঐশ্বরিয়া কি তোমার ক্লাসে পড়ে যে তার নাম ধরে ডাকছো?'
এর আগে এক সাংবাদিক ঐশ্বরিয়াকে 'অ্যাশ' বলে সম্বোধন করলে তাতে চটে যান ঐশ্বরিয়াপতি অভিষেক বাচ্চন। তখন তিনি সাংবাদিককে ধমক দিয়ে বলেছিলেন, 'অ্যাশ নয়, ঐশ্বরিয়া।'