সেলিব্রিটিদের টিভি শোয়ের বিচারক হওয়ার এক অফার বিদ্যা বালনের কাছে এসেছিল। কিন্তু শরীর খারাপের বাহানা বানিয়ে বিদ্যা সেই অফারকে না করে দিয়েছে। এক সূত্র থেকে জানা গেছে, 'ঝলক দিখলা জা'র এই সিজনের জন্যই বিদ্যাকে বিচারক হিসেবে নিতে চেয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ। মাধুরী দীক্ষিত আগের সিজনে ছিলেন বলেই এবারে মাধুরীর জায়গায় বিদ্যাকে আনার কথা ভাবা হয়েছিল। চ্যানেল ভেবেছিল বিদ্যা একজন সৎ ও হাস্যকর বিচারক হতে পারবেন।
এই বিষয়ে বিদ্যা জানিয়েছেন, 'এটা ভালই হল যে আপনারা জিজ্ঞেস করলেন। কারণ কিছু দিন আগেই আমি এমন একটা শো করতে করতে করিনি। যখন আমার কাছে অফার আসে তখন আমার শরীর ভাল ছিল না। আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।' যদিও টিভি শো বা ডেলিসোপে কাজ করতে নারাজ বিদ্যা।
বিদ্যা সাফ জানিয়েছে, 'না, আমি শুধু এমন কাজই করতে পারি যার সঙ্গে ফিল্ম বা অভিনয়ের যোগ রয়েছে। এটা কোন শোও হতে পারে যেখানে নতুন ট্যালেন্টদের উৎসাহ দেওয়া হয়। এর ফর্ম্যাট এমন হতে হবে যাকে নিয়ে আমি সহজ হতে পারি।'