কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুনতলীর নাফ নদীর মোহনা থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. কর্নেল কাজী হারুন উর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা নাফ নদীতে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে পাচারকারীরা পলিথিনে মোড়ানো ইয়াবা পানিতে ফেলে পালিয়ে যায়। পরে পানি থেকে ইয়াবাগুলো উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। সেখানে ৬০ হাজার ইয়াবা ছিল। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।