দেশে ফিরতে না ফিরতেই গতকাল থাইল্যান্ড গেলেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। গত সোমবার ভারত থেকে দেশে ফেরেন তিনি। তিন দিনের এই স্বল্প সময়ে দারুন ব্যস্ত ছিলেন তিনি । এরই মাঝে একটি মোবাইল কোম্পানীর বিজ্ঞাপনে কাজ করেছেন পিয়া। এছাড়া আপ-কামিং ছবি 'গ্যাংস্টার রিটার্নস'র পোস্টারের জন্য ফটোস্যুটও করেছেন। মূলত ব্যস্ততাকে পেছনে ফেলে একটু অবকাশ কাটাতেই তার এই থাইল্যান্ড সফর।
নভেম্বরের প্রথম সপ্তাহে দিল্লির মাসকট মডেল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তির অংশ হিসেবে দুইমাস ভারতে অবস্থান করেন তিনি। এর মধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপন ও একটি ভিডিও গানের মডেল হিসেবে কাজ করেছেন।
এছাড়া আসামের শিলংয়ের একটি ফ্যাশন শোতেও পিয়া অংশ নেন।