পাকিস্তানি সেনার হাতে চড় খেলেন সালমান খান! এবার হয়তো দু'দেশের মধ্যকার সম্পর্ক আরও তিক্ত হবে এটাই স্বাভাবিক। কিন্তু এমন ঘটনাটি বাস্তবে নয়, সিনেমার পর্দায় দেখা যাবে।
বর্তমানে সালমান খান তার আপকামিং ছবি ‘বাজরাঙ্গী ভাইজান’-এর শুটিংয়ে ব্যস্ত আছেন। ছবিতে পাক সীমান্তে প্রবেশ করতে গিয়ে পাকিস্তানি সেনার হাতে ধরা পড়বেন বলিউড সুপারস্টার সালমান খান। বিনা অনুমতিতে পাকিস্তানে প্রবেশ করার অপরাধে তার উপর চুরির অভিযোগ আরোপ করা হবে। এখানেই থেমে থাকেনি পাক সেনাদল সপাটে সলমনের মুখে বসিয়ে দিবেন এক থাপ্পড়।
ছবিতে সালমান খান একজন মুসলিম ছেলের চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে করিনা কাপুর একজন হিন্দু বাহ্মণ মেয়ের চরিত্রে অভিনয় করছেন।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৫/মাহবুব