নতুন সংসার কেমন চলছে?
আমি আর ঋদ্ধি ভালো আছি। কিন্তু কিছু মানসিক যন্ত্রণা তো আছেই। জানেনই তো মামলা হয়েছে।
মামলার বিষয়টি আপনারা কীভাবে দেখছেন?
আমি মনে করি এই মামলা হাস্যকর, ভিত্তিহীন এবং অযৌক্তিক। আমরা দুজন দুজনকে ভালোবাসি। ভালোবেসে বিয়ে করেছি।
তাহলে অপহরণের মামলা বলা হচ্ছে কেন?
ঋদ্ধিকে আমি ভালোবাসি, ঋদ্ধিও আমাকে ভালোবাসে। কিন্তু ঋদ্ধির পরিবার চাচ্ছিল না ঋদ্ধি আমাকে বিয়ে করুক। তাই ঋদ্ধি আমার কাছে চলে এসেছে। এ জন্য মামলা দিয়েছে- আমি নাকি ঋদ্ধিকে অপহরণ করেছি। আসল বিষয়টা সবাই বুঝে এবং জানে। আমাদের দেশে প্রেমের বিয়ে মানেই তো মেয়েপক্ষের একটি মামলা না করলেই নয়। এটা পুরনো রীতি। এ রীতিতেই ঋদ্ধির বাবা-মা হেঁটেছেন। কিন্তু গল্পের শেষে তো নায়ক-নায়িকারই জয় হয়, মামলাও উড়ে যায়।
তাহলে আপনি অপহরণকারী নন, প্রেমিক!
হ্যাঁ। প্রেমিক শব্দটিকে আগে বলুন। আমি প্রেমিক, অপহরণকারী নই।
ঋদ্ধির পরিবারের সঙ্গে সমঝোতা হচ্ছে কি?
কথা হচ্ছে। বিষয়টা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। রাগের মাথায় মানুষ অনেক কিছু করে। কিন্তু মানুষের অভিধানে আবেগ-মায়া-ভালোবাসা শব্দগুলোও তো আছে। রাগ ফুরালে মানবীয় সম্পর্কগুলোই আলো ছড়ায়।
কাজকর্ম তো থেমে আছে?
আগে জীবন, তারপর কাজ। নতুন সংসার, সঙ্গে ঝামেলা। স্বাভাবিক হলেই আবার কাজে ফিরব।
তাহলে 'মিশন আফ্রিকা' নিয়ে সাউথ আফ্রিকা যাওয়ার কী হবে?
ওখানে আর যাচ্ছি না। ছবিটা ছেড়ে দিয়েছি। আপাতত শুধুই সংসারে ডুবে আছি।
শোবিজ প্রতিবেদক