কঙ্গনা এবার পর্বত বিজয় করবেন। হনসল মেহতা পরিচালিত বায়োপিকে ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। বায়োপিকে ছবিটি তৈরি হবে প্রতিবন্ধী মহিলা হিসেবে প্রথম মাউন্ট এভারেস্ট বিজয়িনী অরুনিমা সিংয়ের জীবন অবলম্বন করে। যাই হোক পর্দায় পর্বতারোহণী হিসেবে এবার তাহলে কঙ্গনার দেখা মিলছেই।
এতদিন চ্যালেঞ্জিং সব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পোক্ত আসন তৈরি করে নিয়েছেন লাস্যময়ী এই অভিনেত্রী। এবার এর ধারাবাহিকতায় আরেকটি চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছেন কঙ্গনা। চ্যালেঞ্জ পছন্দের এই নায়িকা বলেন, কাজে যদি ভেরিয়েশন না থাকে তবে সেই কাজ করার কোনো মানে নেই। ক্যারিয়ারের শুরু থেকে এই বিষয়টির প্রতি লক্ষ্য রেখে এগিয়েছি বলেই আজ ভাগ্যদেবী আমার সুপ্রসন্ন হয়েছেন। এখন নতুন একটি চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছি। আমার বিশ্বাস এবারও বিজয়ী হব। পর্বত চূড়ায় অভিনয় করে সত্যিই আমি পর্বত সমান উচ্চতায় পৌঁছে যাব। গ্যাংস্টার, ওহ লামহে, ক্রিশ-থ্রি থেকে শুরু করে আমার প্রতিটি ছবিতেই দর্শক আমাকে বার বার নতুন রূপে ফিরে পেয়েছেন। এবারও তার ব্যতিক্রম হবে না।
২০১৪-তে 'কুইন' ছিলেন কঙ্গনা। কুইন ছবিটি দিয়ে একসঙ্গে বক্স অফিস এবং সমালোচকদের সন্তুষ্ট করতে পেরেছিলেন তিনি। নিজের অভিনয়ের স্টিরিওটাইপও তিনি ভেঙে দিয়েছেন 'কুইন' ছবিতে।
অনেক দিন থেকেই বায়োপিকে অভিনয় করার ইচ্ছা ছিল তার। এ বছর তা পূরণ হতে চলেছে।
বায়োপিকে অভিনয়ের জন্য পুরো মাত্রায় প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। চরিত্রের মতো হয়ে উঠতে এই মুহূর্তে স্ট্রিক্ট ট্রেনিং ফলো করছেন কঙ্গনা। এখন 'আলীগড়' ছবির কাজে ব্যস্ত পরিচালক হনসল মেহতা। কঙ্গনাকে নিয়ে বায়োপিকের কাজ শুরু করবেন সেপ্টেম্বর থেকে।
চলচ্চিত্রকাররা বলছেন, কঙ্গনা বরাবরই নিজেকে ভেঙে নতুনভাবে গড়তে চান। নির্মাতারা তার এই বিষয়টি বেশ এনজয় করেন। তাই চ্যালেঞ্জিং চরিত্রের দেখা পেলে তার জন্য প্রথমেই মাথায় আসে কঙ্গনার নাম। এই নায়িকাও বিনা বাক্যব্যয়ে কাজটি লুফে নেন এবং কারিশমা দেখান। এবার পর্বতের উচ্চতায় নিজেকে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ কঙ্গনা রানাওয়াত।