একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বুধবার থেকে তিনি আইসিইউতে রয়েছেন।
দিন দশেক আগে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। হঠাৎ করেই বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটে তার। দ্রুত তাকে কেবিন থেকে আইসিইউতে নেওয়া হয় বলে জানান চিকিৎসক সৈয়দ মো. আকরাম হোসেন।
গত বছরের মে মাস থেকেই চাষী নজরুল ইসলাম চিকিৎসক সৈয়দ মো. আকরাম হোসেনের তত্ত্বাবধানে রয়েছেন। বুধবার রাতে হঠাৎ করে তার শ্বাসকষ্ট মারাত্দকভাবে বেড়ে যায়। দ্রুত তাকে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তিনি শঙ্কামুক্ত নন।'