পর্দায় সমকামী'র মতো একটি সাহসী চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ নিয়েছেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। হানসাল মেহতার পরবর্তী মুভি 'আলীগড়'এ একজন সমকামী অধ্যাপকের চরিত্রে অভিনয় করতে দেখা যাকে মনোজকে। এই প্রথম এই ধরনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। 'আলীগড়'ই হতে যাচ্ছে বলিউডে সমকামীভিত্তিক মূলধারার প্রথম কোনো মুভি। খবর ইন্ডিয়া টুডে'র
প্রফেসর ড. শ্রীনিবাস রামচন্দ্র সাইরাসের জীবনীর উপর ভিত্তি করে 'আলীগড়' মুভিটি নির্মিত হচ্ছে। একজন রিকশাচালকের সঙ্গে আপত্তিকর সম্পর্কের কারণে চাকরি থেকে অবসর গ্রহণের মাত্র কয়েক সপ্তাহ পূর্বে চাকরিচু্ত হয়েছিলেন ড. সাইরাস। রিকশাচালকের সঙ্গে তার সমকামী সম্পর্কের দৃশ্য ক্যামেরাবন্দিও হয়েছিল। ঘটনাটি ঘটেছিল ২০১০ সালে। এ নিয়ে তখন ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি ২০১৫/শরীফ