দ্বিতীয়বার অন্তঃসত্তা হতে প্রাণপন চেষ্টা করছেন মার্কিন সেলিব্রেটি কিম কার্দাসিয়ান। অবশ্য এটা তার স্বামী কেনি ওয়েস্টের আগ্রহেই। আগামী ২১ অক্টোবর কিমের ৩৫তম জন্মদিনে কিমকে সন্তান উপহার দিতে চান কেনি। আর এজন্য চলতি জানুয়ারিতেই কিমকে অন্তঃসত্তা হতে হবে।
তবে কিম জানিয়েছেন, দ্বিতীয়বার অন্তঃসত্তা হতে তাকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। তারা দু'জনেই এ ব্যাপারে আন্তরিক। তবে কতটুকু সফল হবেন তা নিয়ে সংশয় রয়েছে।
কিম যে অন্তঃসত্তা হতে চেষ্টা করছেন তার প্রমাণসরূপ স্বামী কেনি ওয়েস্টের সঙ্গে চুম্বনরত একটি ছবি গতরাতে টুইটারে শেয়ার করেছেন। জন লিজেন্ডের জন্মদিনের উৎসবে তারা দু'জন এভাবে ক্যামেরাবন্দি হন।
শুক্রবার মেইল অনলাইনকে দেওয়া সাক্ষাতকারে কিম বলেন, 'দিত্বীয়বার অন্তঃসত্তা হওয়া আসলেই খুব চ্যালেঞ্জের। আপনি যখন কোন পরিকল্পনা করবেন না, তখন এটি আপনা-আপনি হয়ে যাবে। আর দুঃখের বিষয়, যখন আপনি এটা চাইবেন তখন তা হবে না। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা।'
কিম বলেন, 'আমাদের মধ্যে ভালবাসার সম্পর্কটা অনেক গভীর। আমরা সবসময় পরস্পরের সান্নিধ্যে থাকি। এটাকে আমরা দু'জনের নাম মিলিয়ে কিমি লাভ বলি। তবে আমাদের ইচ্ছা পূরণ হবে কিনা তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।' সূত্র: ডেইলি মিরর
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৫/আহমেদ