দীর্ঘ আন্দোলনের ফলে অবশেষে সেন্সর ছাড়পত্র পেল কবি ও নির্মাতা কামরুজ্জামান কামুর প্রথম চলচ্চিত্র দি ডিরেক্টর। সিনেমার একটি দৃশ্য কর্তন শর্তে গত ৮ জানুয়ারি চলচ্চিত্রটিকে সেন্সর ছাড়পত্র দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড।
'দি ডিরেক্টর' বাংলাদেশের প্রথম কোন চলচ্চিত্র যার জন্য গত বছরের ১৮ ফেব্রুয়ারি সেন্সরবোর্ড ঘেরা ও মানব বন্ধ কর্মসূচি পালন করা হয়েছিল।
এর আগে, ১১ ফেব্রুয়ারি সেন্সর ছাড়পত্রের জন্য নির্মাতা চলচ্চিত্রটি জমা দেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে। ২৫ ফেব্রুয়ারি সেন্সর বোর্ড চলচ্চিত্রটি দেখেন। এরপরই এ বোর্ড থেকে একটি লিখিত চিঠির মাধ্যমে এই চলচ্চিত্রের পরিচালককে জানানো হয় চলচ্চিটি প্রদর্শনের উপযোগী নয়।
চলচ্চিত্র পরিচালক হওয়ার স্বপ্নে গ্রাম থেকে শহরে আসা এক যুবকের নানা ঘাত-প্রতিঘাতের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘দি ডিরেক্টর’ ছবির কাহিনি। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পপি, মারজুক রাসেল, নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৫/মাহবুব