আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা 'মিস ওয়ার্ল্ড' থেকে বিকিনি রাউন্ড বাদ দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আসরটির সাবেক খেতাবজয়ী ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। 'মিস ওয়ার্ল্ডে'র সর্বশেষ আসর বসেছিল ২০১৪ সালের ১৪ ডিসেম্বর। লন্ডনে অনুষ্ঠিত এ আয়োজনে ঘোষণা আসে প্রতিযোগিতা থেকে বিকিনি রাউন্ড বিলুপ্ত করার। আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ১৯৯৪ সালের 'মিস ওয়ার্ল্ড' ঐশ্বরিয়া। তিনি আরও জানান, যখন তিনি বিশ্বসুন্দরীর মুকুট জিতেছিলেন, তার নিজেরও বিকিনি পরার মতো নিখুঁত দেহসৌষ্ঠব ছিল না। "আমি যখন 'মিস ওয়ার্ল্ড' হয়েছিলাম, ৮৭ জন প্রতিযোগীর তুলনায় আমার দেহ অবশ্যই বিকিনি পরার মতো নিখুঁত ছিল না।"