একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গতকাল থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। বর্তমানে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গতবছরের মে মাসে তার লিভার ক্যানসার ধরা পড়ে। তখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এরপর ল্যাবএইড হাসপাতালে নিয়মিত কেমোথেরাপি দেওয়া হয় তাকে। মাঝে কয়েকবার অবস্থার অবনতি ঘটলে এই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত বুধবার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিইউতে আনা হয়। গতকাল সকালে অবস্থার আরও অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। বর্তমানে তার শরীরে ক্যানসার ও জন্ডিস ছড়িয়ে পড়েছে। নিউমোনিয়াও দেখা দিয়েছে।