প্রথমবারের মতো জুটি হয়ে নাটকে অভিনয় করলেন চঞ্চল চৌধুরী ও মৌটুসী বিশ্বাস। সম্প্রতি 'ভ্রম' শিরোনামের নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন তারা। 'ভ্রম' দাম্পত্য প্রেমের গল্প। দ্বন্দ্বেরও। স্বামী-স্ত্রী পরস্পরের মনের কথা বুঝতে পারে। তবে মৌটুসীর বুঝতে পারাটা নেতিবাচক। সন্দেহও আছে ভিতরে ভিতরে। পারস্পরিক দ্বন্দ্ব্ব বাড়ে এসব নিয়েই। নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন কাজল অমি। আরও অভিনয় করছেন গুলশান আরা, আশুতোষ সুজন প্রমুখ।
চঞ্চল সম্পর্কে মৌটুসী বলছেন, 'খুবই চমৎকার একজন মানুষ। হাস্যোজ্জ্বল। প্রথমবার একসঙ্গে কাজ। এক্ষেত্রে রোমান্টিকগুলোতে জড়তা কাজ করে। কিন্তু তার সহযোগিতার ফলে জড়তা কাজ করেনি আমার ভিতরে।'
চঞ্চল বলেন, 'নাটকের গল্পটি ভালো। অভিনয় করে আনন্দ পেয়েছি। আর সহশিল্পী হিসেবে মৌটুসীকেও ভালো লেগেছে। আমাদের পরিচয় তো আগেই ছিল। কিন্তু বিপরীতে অভিনয় প্রথম। চমৎকার বোঝাপড়া ছিল আমাদের।'