যশরাজ ফিল্মসের ব্যানারে ধুম সিরিজের আদলে নতুন আরেকটি অ্যাকশন মুভিতে কাজ করতে যাচ্ছেন হৃত্বিক রোশন। এ ব্যাপারে যশরাজের সঙ্গে একটি চুক্তিও হয়েছে ধুম-২, ব্যাং ব্যাং'খ্যাত এই অভিনেতার। তবে এখনো মুভিটির নাম ঠিক হয়নি। এমনকি হৃত্বিকের বিপরীতে কে অভিনয় করেছেন তাও এখনো জানা যায়নি। খবর ডিএনএইন্ডিয়ার
হৃত্বিক অভিনীত 'ধুম-২', 'ব্যাং ব্যাং' মুভি দুটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়া 'ব্যাং ব্যাং' মুভিটি বেশ আলোড়ন জাগিয়েছিল। মুভিটিতে হৃত্বিকের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। চলতি বছর এখন পর্যন্ত হৃত্বিকের কোনো মুভি মুক্তি পায়নি। 'মাহেন জোদারোও' নামে নতুন একটি মুভিতে অভিনয় করছেন তিনি। ২০১৬ সালের প্রথম দিকে মুভিটি মুক্তির কথা রয়েছে।
যশরাজ ফিল্মসের নতুন মুভিটি পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি ২০১৫/শরীফ