দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশ পাচ্ছে ন্যান্সির তৃতীয় একক অ্যালবাম 'দুষ্টু ছেলে'। ১৯ জানুয়ারি সন্ধ্যা ৬টায় সেভেন হিল রেস্টুরেন্টে অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নতুন বছরের বিশেষ আয়োজন হিসেবে অ্যালবামটি প্রকাশ করছে সংগীতা। ন্যান্সি বলেন, 'অ্যালবাম প্রকাশ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। বিভিন্ন কারণে পরপর বেশ ক'বার এর প্রকাশনার তারিখ পরিবর্তন করা হয়েছে। কিন্তু আর অপেক্ষা করতে রাজি নই। সংগীতাও অ্যালবামটি প্রকাশের তাগিদ দিয়েছে। আশা করি, আমার নতুন গানগুলো শ্রোতাদের মুগ্ধ করবে।'
এদিকে, সর্বমোট আটটি গান দিয়ে সাজানো হয়েছে 'দুষ্টু ছেলে' অ্যালবামটি। আধুনিক গানের পাশাপাশি এ অ্যালবামে একটি নজরুল সংগীতও গেয়েছেন ন্যান্সি। গানটি আধুনিক ঢঙে সংগীতায়োজন করা হয়েছে।