অবশেষে ফিরছেন ঐশ্বরিয়া রাই। ১৫ জানুয়ারি থেকে সঞ্জয় গুপ্ত পরিচালিত 'জজবা'র শুটিং শুরু করেছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী।
কাজে ফেরার প্রস্তুতি কয়েক সপ্তাহ আগেই শুরু করেছিলেন ঐশ্বরিয়া। সঞ্জয় গুপ্ত বলেছেন, 'ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য রয়েছে। তাই মানিয়ে নিতে ঐশ্বরিয়া প্রস্তুতি নিয়েছেন। তিনি পুরোপুরি ফিট অভিনয়ের জন্য।'
শুটিংয়ে আসার আগে একমাত্র কন্যাসন্তান আরাধ্যর জন্য কঠোর রুটিন তৈরি করেছেন ঐশ্বরিয়া। শুটিংয়ে ব্যস্ত থাকাকালে সব কিছু তার নির্দেশনা মাফিক হওয়ার বিষয়টি নিশ্চিত করতেই তার এই রুটিন। এ ছাড়া অ্যাশ ঘরে না ফেরা পর্যন্ত অভিষেক বচ্চন কাজের পরিধি কমিয়ে আরাধ্যর দেখাশোনা করার জন্য তাড়াতাড়ি ঘরে ফিরবেন বলে ঠিক করেছেন।
এপ্রিল পর্যন্ত টানা 'জজবা'র কাজ করবেন ঐশ্বরিয়া।