বলিউড তারকা কুণাল কাপুর বিয়ে করেছেন দীর্ঘদিনের বান্ধবী নয়নাকে। আর নয়না মেগাস্টার অমিতাভ বচ্চনের ভাইঝি। ভূমধ্যসাগরীয় দ্বীপ সিসিলির একটি প্রাইভেট বিচে বিশেষ কোন আড়ম্বর ছাড়াই প্রায় নিঃশব্দে পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের উপস্থিতিতে সাত পাকে বাধা পড়লেন কুণাল।
টুইটারে 'রং দে বাসান্তি'র অন্যতম মুখ্য অভিনেতা কুণাল ভক্তদের কাছ থেকে গুচ্ছ গুচ্ছ শুভেচ্ছা পেয়েছেন। ৩৭ বছরের কুণাল টুইট করেই ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে চুপিচুপি এনগেজমেন্ট করে রেখেছিলেন এই যুগল। ইনভেস্ট ব্যাঙ্কার নয়না অমিতাভ বচ্চনের ছোট ভাই অজিতাভের মেয়ে। অমিতাভ কন্যা স্বেতা বচ্চন নন্দার সূত্রেই নয়নার সঙ্গে আলাপ হয় কুণালের। সম্ভবত, দিল্লিতে একটি ছোটখাট রিসেপশনের আয়োজন করছেন সদ্য বিবাহিত এই যুগল। জি নিউজ।
বিডি-প্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি, ২০১৫ ইং/ রোকেয়া।