বচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়া রায়ের মতো পৃথিবীতে অার কেউ নেই বলে মন্তব্য করেছেন যৌন তারকা থেকে বলিউডের অভিনেত্রী বনে যাওয়া সানি লিওনি। সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়াকে মেধাবী ও বুদ্ধিমতী নারী হিসেবেও মন্তব্য করেছেন তিনি। নিজের মুক্তি প্রতীক্ষিত মুভি 'এক পাহেলি লীলা'র এক প্রচার অনুষ্ঠানে এসব কথা বলেন সানি। খবর ইন্ডিয়া টুডে'র
জনপ্রিয় 'হাম দিল দে চোকে সনম' মুভিতে ঐশ্বরিয়ার 'দোলি তারে' নাচ বলিউডে একটি বিশেষ জায়গা দখল করে আছে। 'এক পাহেলি লীলা' মুভিটিতে সানি ঐশ্বরিয়ার আইকনিক ওই গানটির সুরে নেচেছেন। গানটিতে নিজের পারফরম্যান্স সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল সানিকে। তখনই তিনি ঐশ্বরিয়া সম্পর্কে ওই মন্তব্য করেন। সানি লিওনি বলেন, 'আমি মনে করি না ঐশ্বরিয়ার মতো পৃথিবীতে আর কেউ আছেন। তিনি একজন মেধাবী ব্যক্তিত্ব ও বুদ্ধিমতী নারী। তিনি এতই বড় মাপের যে আমি মনে করি আমার নাচের দক্ষতা, অভিনয়ের দক্ষতা উনার অর্ধেক হতে পারে। '
'দোলি তারে' গানে নিজের নাচের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হলে সানি বলেন, 'রেফারেন্স হিসেবে গানটির ভিডিও আমি দেখেছি এবং দেখার পর আমার প্রতিক্রিয়া ছিল এমন 'হায় সৃষ্টিকর্তা! অামি তা কিভাবে করবো? এটা ছিল ভীতিকর।'
'দোলি তারে' ছাড়াও সানি মুভিটিতে আরেকটি সেমি ক্লাসিক্যাল নাচে পারফর্ম করেছেন। নাচটির জন্য তিনি নাচের গুরু সরোজ খানের কাছে প্রশিক্ষণও নিয়েছেন।
উল্লেখ্য, 'এক পাহেলি লীলা' মুভিটি পরিচালনা করেছেন ববি খান। তিনি মুভিটির চিত্রনাট্যও লিখেছেন। আগামী এপ্রিলে মুভিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ