ব্যবসায়ী দুলাল সাহেব দুই ছেলের নানা কার্যকলাপ নিয়ে নির্মিত হচ্ছে এয়ারটেলের নতুন টেলিছবি ‘মাংকি বিজনেস’। বুধবার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে এর বিশেষ প্রদর্শনী। আগামী ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় এটি এনটিভিতে প্রচারিত হবে।
রাহাত রহমানের লেখা ও পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, ইরেশ যাকের, সাবিলা নূর, শবনম ফারিয়া, তামিম মৃধা, আপন, নিবেদিতা প্রমুখ।
‘মাংকি বিজনেস’ নিয়ে আলোচনা করতে আজ বৃহস্পতিবার রাত ১১টায় রেডিও স্বাধীনে থাকছে ‘উরাধুরা ভালোবাসা’। সেখানে কথা বলতে হাজির হবেন পরিচালক রাহাত এবং অভিনেতা তামিম মৃধা। কায়নাত খানের প্রযোজনায় এ অনুষ্ঠানে আরজে হিসেবে থাকছেন কাজরিয়া।
বিডি-প্রতিদিন/১২ জানুয়ারি, ২০১৫/মাহবুব