নৃত্যশিল্পী শামীম আরা নীপা মিয়ানমারের ভাইস প্রেসিডেন্টের রাষ্ট্রীয় সম্মানে একটি নৃৃত্যনাট্য পরিবেশন করবেন। কাল ভাইস প্রেসিডেন্ট নিয়ান তুন এক দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। এ উপলক্ষে আগারগাঁওস্থ ন্যাম সম্মেলন কেন্দ্রে সন্ধ্যা ৭টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বিশেষ আকর্ষণ হিসেবে নীপার 'বাঁদি-বান্দার রূপকথা' শিরোনামের নৃত্যনাট্য পরিবেশিত হবে। শামীম আরা নীপা বলেন, 'মিয়ানমার আমাদের প্রতিবেশী ও বন্ধুপ্রতিম রাষ্ট্র। দেশটির সঙ্গে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট আমাদের দেশে অতিথি হয়ে আসছেন জেনে খুব ভালো লাগছে। তার সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাকে নৃত্যনাট্য পরিবেশনের প্রস্তাব দিলে আমি সানন্দে সম্মতি জানাই। এতে নৃত্যনাট্যে অংশগ্রহণ করতে যাচ্ছি ভেবে সম্মানিতবোধ করছি।'
'আলী বাবা চলি্লশ চোর' ঘটনা অবলম্বনে শামীম আরা নীপার এই নৃত্যনাট্যটি নেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে 'বাঁদি-বান্দার রূপকথা'। এটি পরিচালনা করবেন সুকল্যাণ ভট্টাচার্য। এই নৃত্যনাট্যে সংগীত পরিবেশন করবেন নচিকেতা, শ্রীকান্ত আচার্য, অন্বেষা, মনোময় এবং লোপা মুদ্রা। এটির সংগীত পরিচালনা করবেন জয় সরকার। নৃত্যনাট্যটি যৌথভাবে পরিবেশন করছে সৃষ্টি কালচারাল সেন্টার এবং শামীম আরা নীপার নাচের প্রশিক্ষণ প্রতিষ্ঠান 'নৃত্যাঞ্চল'।