‘হিরোপান্তি’ ছবি দিয়ে বলিউডে নিজেকে আত্মপ্রকাশ করেছেন অভিনেতা টাইগার শ্রফ। ছবিতে দারুন অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছেন এ অভিনেতা। কিন্তু মজার বিষয় হলো নতুন এই অভিনেতা কিনা অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রেমে পড়েছেন। আসলে তিনি ক্যাটরিনার সঙ্গে সিনেমা করার আগ্রহ প্রকাশ করে বলেছেন ক্যাটরিনাকে দারুণ ভালো লাগে।
তিনি মনে করেন ক্যাটরিনার সঙ্গে অভিনয় করলে তিনি অনেক কিছুই শিখতে পারবেন। টাইগার সবসময়ই ক্যাটরিনার প্রশংসা করেন। তিনি আরও মনে করেন ক্যাটরিনা যথেষ্ট প্রতিভাবান, বিশেষ করে নাচের ক্ষেত্রটিতে। টাইগার নিজেও নাচে দারুণ পারদর্শী এবং ক্যাটরিনা যে প্রতিটি পারফর্মেন্সই দারুণভাবে করে, তা টাইগারকে অনেকন মুগ্ধ করে।
এমনও শোনা যাচ্ছে, টাইগার তার সিনেমার জন্য পরিচালকদের কাছে প্রস্তাব করছেন ক্যাটরিনাকে নেয়ার জন্য। মজার ব্যাপার হচ্ছে, ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ধুম থ্রি’ সিনেমায় টাইগার শ্রফের বাবা জ্যাকি শ্রফ অভিনয় করলেও জ্যাকি শ্রফ ও ক্যাটরিনা দুইজনকে একই স্ক্রিন শেয়ার করতে হয়নি।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রয়ারি, ২০১৫/মাহবুব