সম্প্রতি 'ম্যাঙ্মি' ম্যাগাজিনের একটি জরিপে প্রায় এক কোটিরও বেশি ভক্তের ভোটে 'আকর্ষণীয় এশিয়ান নারী' খেতাবটি জয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর এটি অর্জন করতে গিয়ে তিনি পেছনে ফেলেছেন দীপিকা পাড়ুকোনকে। ৩২ বছর বয়সী প্রিয়াঙ্কার পক্ষে মত দিয়েছিলেন জরিপে অংশ নেওয়া ৫৩ শতাংশ মানুষ। আর দীপিকা পেয়েছেন ৩৫ শতাংশ। এর আগেও ম্যাগাজিনটির জরিপে প্রথম স্থানে জায়গা করে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। জরিপে উঠে এসেছে বৈচিত্র্যপূর্ণ মেধা, অভিনয়দক্ষতা, গায়কী, সৌন্দর্য, সামাজিক কার্যক্রম সব দিক থেকেই বলিউডের অন্য নায়িকাদের তুলনায় বেশ এগিয়ে আছেন প্রিয়াঙ্কা। নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বব্যাপী রয়েছে তার অসংখ্য ভক্ত।