'পাইরেটস অব দ্য ক্যারিয়ান' খ্যাত অভিনেতা জনি ডেপের ভক্ত যারা, তারা নিশ্চয়ই তার সংগীতপ্রীতির কথাও জানেন। ডেপ দুর্দান্ত গিটার বাজাতে পারেন। এবার সেই প্রতিভা কাজে লাগাতে চলেছেন ডেপ। সম্প্রতি গানের দলে নাম লিখিয়েছেন তিনি। হলিউড ভ্যাম্পায়ারস ব্যান্ডের সদস্য হয়েছেন এ অভিনেতা। ব্যান্ডটির সদস্য মার্কিন গায়ক ও অভিনেতা অ্যালিস কুপার এবং অ্যারোস্মিথ ব্যান্ডের লিড গিটারিস্ট জো পেরির সঙ্গে এখন থেকে ডেপও থাকবেন লাইন আপে।
চলতি বছরের সেপ্টেম্বরে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে রক ইন রিও সংগীত উৎসবে সংগীত পরিবেশন করবে হলিউড ভ্যাম্পায়ারস। সত্তরের দশকে জন লেনন, রিঙ্গো স্টার, হ্যারি নিলসন, কেইথ মুনসহ আরও কয়েকজন রক তারকা মিলে হলিউড ভ্যাম্পায়ারস ব্যান্ড গঠন করেছিলেন। সেই ব্যান্ডের অন্যতম সদস্য ছিলেন অ্যালিস কুপার। এবার জনি ডেপ ও জো পেরির সঙ্গে মিলে নতুন করে হলিউড ভ্যাম্পায়ারস নিয়ে যাত্রা শুরু করলেন অ্যালিস।