আসছে বৈশাখে প্রকাশ হতে যাচ্ছে ক্লোজআপ তারকা লিজার দ্বিতীয় একক অ্যালবাম। চারটি একক ও চারটি দ্বৈত গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। দ্বৈত গানগুলোতে লিজার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর, আরফিন রুমি, শফিক তুহিন ও বেলাল খান। এরই মাঝে তিনি অ্যালবামের কাজ শেষ করেছেন। লিজা বলেন, 'অ্যালবামের জন্য আমি ১০টি গান রেকর্ডিং করেছি। তবে ওখান থেকে বাছাই করে আটটি গান রাখব। বাকি দুটি গান অন্য কোনো সময় প্রকাশ করব। আমার নতুন অ্যালবামটিতে আইটেম, সেমি ক্ল্যাসিক ও রোমান্টিক ঘরানার গান থাকছে। আশা করি, এই গানগুলো সব শ্রেণির শ্রোতার পছন্দ হবে।'
এখন পর্যন্ত অ্যালবামের নাম চূড়ান্ত হয়নি। শিগগিরই লিজা নাম ঠিক করবেন বলে জানিয়েছেন। লিজা আরও জানান, ভালোবাসা দিবসে এ অ্যালবামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছেন তিনি। শিরোনাম 'সুরাইয়া'। গানটির কথা হচ্ছে, 'আমি যে তোমার পাগলি সুরাইয়া'। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন ও সুর-সংগীত করেছেন আরফিন রুমি। লিজা আরও বলেন, 'এবারের অ্যালবামের গানগুলোতে বেশ ভিন্নতা আনা হয়েছে। এতে আমাকে নতুন রূপে খুঁজে পাওয়া যাবে।'