গত চার বছর ধরে কোনো পর্দায়ই ধরা পড়ছে না বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে। কিন্তু বিভিন্ন সময়ে ছোটখাটো বিষয় নিয়ে মাঝে মধ্যে খবরে উঠে এসেছিলেন এই সুন্দরী। সম্প্রতি নতুন একটি ছবিতে কাজ করছে বলেও জানা যায়। তবে সেই অপেক্ষার পালা শেষ না হতেই খানিকটা দেখা দিলেন বটে। ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের প্রচ্ছদে ধরা পড়লেন সে-ই পুরনো ঐশ্বরিয়া রাই বচ্চন। ম্যাগাজিনটির মার্চ ইস্যুতে ঐশ্বরিয়ার ছবির নিচে লেখা, 'ক্যামব্যাক? আমি তো কখনো যা-ইনি!' তাই তো! প্রায়ই তো খবরে ছিলেন বচ্চন বধূ। একেবারে তো হারিয়ে যাননি। নতুন হেয়ার স্টাইলে ঐশ্বরিয়ার এ ছবি দেখে ভক্তদের মনের কুঠুরিতে সবার আগে যে চিন্তাটা আসবে তা হলো- চার বছরের হিসাবটা সত্যি তো! এতটুকু তো বদলাননি! এ বিষয়ে একটি টিভি শোতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি এর আগেও ভোগের প্রচ্ছদে কাজ করেছিলাম। এই ম্যাগাজিনটা আমার অনেক প্রিয়। আমার বিশ্বাস এবারের প্রচ্ছদ কভারটি সবার ভালো লাগবে।