ছবি মুক্তির আগেই আলোচিত পরীমণি। এ পর্যন্ত অভিনয়ও করেছেন শাকিব খান, জায়েদ খান, বাপ্পী, আনিসুর রহমান মিলন, সায়মনসহ অনেকের সঙ্গে। শুধু বাকি ছিল আরিফিন শুভ। এবার পরীমণি শুভর সঙ্গে জুটি বাঁধছেন। চুক্তিবদ্ধও হয়েছেন অভিনয়ের জন্য। ছবির নাম 'দরদিয়া'। ছবিটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। পাণ্ডুলিপি তৈরি করছেন আবদুল্লাহ জহির বাবু। পরীমণি বলেন, 'এ ছবির কাজ শুরু হবে শিগগিরই। এবার প্রথম আরিফিন শুভর সঙ্গে কাজ করা হচ্ছে। আশা করছি, দর্শক আমাদের জুটিকে পছন্দ করবেন।' ছবি প্রসঙ্গে তিনি আরও বলেন, 'ছবির গল্পটি খুব সুন্দর। আমারও অভিনয়ের অনেক জায়গা আছে।'
'দরদিয়া' নির্মাণ করছে টাইগার মিডিয়া।
চলচ্চিত্রে শুভ-পরী প্রথম জুটি হলেও দুজন আগে একসঙ্গে কাজ করেছেন। একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তারা। একটি কোমল পানীয় কোম্পানির বিজ্ঞাপনে জুটি হয়ে কাজ করেছেন দুজন। সম্প্রতি বিজ্ঞাপনটির কাজ শেষ হয়েছে। এটি নির্দেশনা দিয়েছেন নাফিস। শিগগিরই এটি প্রচারে আসবে। বিজ্ঞাপনটির মাধ্যমে দর্শকের কাছে পৌঁছে যাবেন দুজন। এরপর চলচ্চিত্র দিয়ে আরও কাছে যাবেন বলে প্রত্যাশা সবার।