বলিউডের ‘কিসার বয়’ ইমরান হাশমির সায়েন্স-ফিকশন মুভি 'মিস্টার এক্স'এ ইমরান হাশমির লুক কেমন হবে তা নিয়ে দর্শকদের মাঝে ছিল নানা জল্পনা। এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ছবিটির ট্রেইলর প্রকাশ পেয়েছে। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, মুভিটিতে হাশমির চরিত্রের নাম রঘুরাম রাঠোর। মুত্যুর পরে মিস্টার এক্স নামে পৃথিবীতে ফিরে এসে মৃত্যুর আগে তার সঙ্গে অন্যায়কারীদের ওপর প্রতিশোধ নেয় সে। তবে মজার ব্যাপার হলো, তাকে কেউ দেখতে পায় না। তাই মিস্টার এক্সকে মুভিটিতে অদৃশ্য রূপে দেখা যাবে।
এই অদৃশ্য মানব শুধু লাফ দিয়ে বিল্ডিংই পার হয় না। বাইক চালাতে, গুণ্ডাদের সঙ্গে লড়াইয়ে এবং গুলি চালাতেও সমান পারদর্শী। আর হ্যাঁ, এই অদৃশ্য মানব যেহেতু ইমরান হাশমি তাই তিনি রোমান্সেও পারদর্শী। মুভির নায়িকা আমায়রা দস্তুরের সঙ্গে তাকে পানির নিচে রোমান্স করতে দেখা যাবে।
ফক্স স্টার স্টুডিও ও বিশেষ ফিল্মস প্রযোজিত সায়েন্স-ফিকশন এ মুভিটি পরিচালনা করেছেন বিক্রম ভাট। এর বেশ কিছু অংশের শুটিং করা হয়েছে দক্ষিণ আফ্রিকায়। সঙ্গীত পরিচালনা করেছেন অঙ্কিত তিওয়ারি। ইমরানের সঙ্গে মুভিটিতে আছেন আমায়রা দস্তুর ও অরুণোদয় সিং। চলতি বছরের ১৭ এপ্রিল মুভিটি থ্রি-ডি ফরম্যাটে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ৬ মার্চ ২০১৫/শরীফ