মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলের নাইট ক্লাবে ভাঙচুর ও হোটেল কর্মীদের মারধরের অভিযোগে গ্রেফতার করা হল বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলিকে। তার বিরুদ্ধে অভিযোগ, শনিবার মধ্যরাতে জুহুর ওই হোটেলের পাবে আদিত্যের অনুরোধ মতো হিন্দি গান না বাজানোয় হোটেলের ডিজে'র সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আদিত্য।
এরপর আদিত্য তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন বলেও অভিযোগ। এমনকি সেসময় পাবের বাউন্সাররা মধ্যস্থতা করতে এলে তাদের মাথা ফাটিয়ে দেন ৫০ বছর বয়স্ক এই বলিউডি অভিনেতা।
ঘটনার পর রবিবার সকালে আদিত্য পাঞ্চালিকে গ্রেফতার করে সান্তাক্রুজ থানার পুলিশ। আঘাত দেওয়া, শাস্তি নষ্ট করা, ষড়ষন্ত্রসহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে বলে খবর।
সান্তাক্রুজ পুলিশ থানার সিনিয়র ইন্সপেক্টর পদ্মাকর চবন জানান, আদিত্যের বিরুদ্ধে মুঠোফোন দিয়ে বাউন্সারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মারের চোটে বাউন্সারের মাথায় পাঁচটি সেলাই করতে হয়েছে। আজই তাকে আদালতে তোলা হবে।
বিডি-প্রতিদিন/ ০৮ মার্চ, ২০১৫/ রশিদা