শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল সায়েন্স ফিকশন থ্রিলার ছবি 'চ্যাপি'। অসাধারণ এক রোবট নিয়ে ছবির কাহিনী, যা দর্শকদের মাঝে আলোড়ন জাগিয়েছে। জোহানেসবার্গ পুলিশ বাহিনীতে একদল রোবটকে নামানো হয়। একটি বাচ্চাসুলভ রোবটকে দেখা যাবে ছবিতে।
যে সারাক্ষণ হিম্যানের কার্টুন দেখে, ছবি অাঁকে ও বই পড়ে। একটি বাচ্চা মেয়ের সঙ্গে বন্ধুত্ব করে এবং তার আরও কিছু মজার বন্ধু তৈরি হয়।
মানুষ তাকে বিপজ্জনক হিসেবে দেখতে শুরু করে। তাকে ধ্বংস করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হয় ।
নিল বল্কক্যাম্প পরিচাালিত এ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে হিউ জ্যাকম্যানকে দেখা যাবে। সঙ্গে রয়েছেন 'এলিয়েন'খ্যাত তারকা সিগরনি ওয়েভার।
এছাড়া অভিনয় করেছেন 'স্লামডগ মিলিওনিয়ার'-এর দেব প্যাটেল।