৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এই দিন প্রত্যেকেই নিজেদের অনূভূতিগুলো শেয়ার করেছেন। বাদ যাননি বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও। নারীদের গালি দেওয়া নয়, বরং তাদের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত বলে পুরুষদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রদ্ধা। খবর বলিউড লাইভের
আশিকি ২, এক ভিলেন এবং হায়দার মুভিতে অভিনয় করা ২৬ বছর বয়সী শ্রদ্ধা নারী দিবসে টুইটারে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন। শ্রদ্ধা টুইট করেন, 'প্রতি ২০ মিনিটে আমাদের দেশে একজন নারী ধর্ষণের শিকার হচ্ছেন। আর আজ আমরা বিশ্ব নারী দিবস পালন করছি। এমন কোনো দিন নেই যে দিনটিতে নারীদেরকে গালি কিংবা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় না।'
'এক ভিলেন' খ্যাত এ অভিনেত্রী বলেন, শুধু আজ নয়, প্রতিদিন এসব অবিচারের বিরুদ্ধে রুখে দাড়ান। নারীরা কোনো বস্তু নয়, তাদের সম্মান করুন। একমাত্র নারীর ক্ষমতায়নই পারে গোটা বিশ্বে ভালো একটা পরিবর্তন নিয়ে আসতে।
বিডি-প্রতিদিন/ ৯ মার্চ ২০১৫/শরীফ