এবারই প্রথম একসঙ্গে নাঈম ও মেঘলা একটি খণ্ড নাটকে অভিনয় করলেন। নাম 'লাভ সেঞ্চুরী'। নাফিস বিন হোসাইনের রচনায় এটি পরিচালনা করেছেন মোজাক্কির আদি। রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় ৬ মার্চ এর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব কুমার, জেবা প্রমুখ। নাটকটির গল্প নিয়ে নির্মাতা মোজাক্কির আদি বলেন, 'নাটকে দুটি প্রধান চরিত্র। নাঈম হিমেল চরিত্রে ও মেঘলা তমা চরিত্রে অভিনয় করেছেন। হিমেল শুধুই মেয়ে দেখলে প্রেমের প্রস্তাব দেন এবং মেয়েরা তা প্রত্যাখ্যান করেন। এভাবে একদিন তমাকে প্রস্তাব দেওয়ার কারণে তাকে মাস্তানের হাতে মারও খেতে হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক হয়।' তমা (মেঘলা) ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন। খুব শিগগিরই যে কোনো টিভিতে প্রচার হবে নাঈম-মেঘলার 'লাভ সেঞ্চুরী'।