শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুরের নবম বর্ষের বিশেষ পর্ব 'স্বাস্থ্যকর অভ্যাস পালন ও নিরাপদ খাবার খাওয়া' বিষয়ক কার্যক্রমে সম্পৃক্ত হলেন সুপারস্টার অনন্ত জলিল। সম্প্রতি সিসিমপুরের স্টুডিওর শ্যুটিংয়ে হালুম, টুকটুকি, ইকরি ও শিকুর সঙ্গে অংশ নেন জনপ্রিয় এ তারকা। যেখানে অনন্তকে খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া, ফল ও সবজি ধুয়ে খাওয়া এবং অপরিচত কারও কাছ থেকে কিছু না খাওয়ার গুরুত্ব নিয়ে সিসিমপুরের বন্ধুদের সঙ্গে কথা বলতে দেখা যাবে।