বর্তমানে বলিউডের সবচেয়ে আলোচিত-সমালোচিত অভিনেত্রী সানি লিওন। এতদিন তিনি দর্শকদের আনন্দ দিয়ে এসেছেন। তবে এবার নাকি দর্শকদের ভয় দেখাবেন সাবেক এ পর্নস্টার।
জানা গেছে, ‘সোনি’ টিভির বিখ্যাত শো ‘আহট’-এ এবার দেখা যেতে পারে সানিকে। অর্থাৎ আবার তিনি ফিরছেন ছোটপর্দায়৷ এর আগে পর্ন ইন্ডাস্ট্রি ছেড়ে আসার পর ‘বিগ বস’ শোয়ে অংশগ্রহণ করেছিলেন তিনি। তবে এবার আর ‘ইরোটিক’ কোন কাহানিতে নয়, তাকে দেখা যাবে ‘হরর’ স্টোরিতে।
প্রথমে ঠিক হয়েছিল ‘আহট’-এ দেখা যাবে বিপাশা বসুকে। তবে বিপাশাকে পিছনে ফেলে এগিয়ে গেছেন সানি লিওন। তাকেই দর্শক দেখবেন এই সিরিয়ালে।
সিরিয়ালের জনপ্রিয়তা ধরে রাখতে টেলিভিশন প্রায়ই দ্বারস্থ হয় বড়পর্দার অভিনেতা অভিনেত্রীদের কাছে। সেভাবেই ‘আহট’-এর প্রযোজক সংস্থা প্রস্তাব পাঠিয়েছিল সানির কাছে। আর সানি তাতে সবুজ সংকেতই জানিয়েছেন। সুতরাং সানিই প্রথম অভিনেত্রী, যাকে ‘আহট’-এ দেখা যাবে।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৫/মাহবুব