অবিশ্বাস্য স্বীকারোক্তি দিলেন কিম কার্দেশিয়ান। জানিয়েছেন, তিনি নাকি দিনে অন্তত ৫০০ বার স্বামী কেন ওয়েস্টের সঙ্গে যৌনতায় লিপ্ত হন। তিন বছরের কন্যা নর্থ ওয়েস্টের একজন সহোদর আনার জন্যই তাদের এই প্রয়াস।
সম্বপ্রতি ‘কিপিং আপ উইথ দ্য কার্দেশিয়ান’ নামে একটি রিয়েলিটি শোয়ে একথা স্বীকার করেছেন হলিউডের এ অভিনেত্রী।
এর আগে ৩৪ বছর বয়সী কিম জানিয়েছিলেন দ্বিতীয়বারের জন্য মা হতে তার বিশেষ অসুবিধা রয়েছে। আর এখন যখন ৫০০ বারের যৌনতার কথা তুলে আরেকটি সন্তানের প্রত্যাশা ব্যক্ত করেন তাহলে তো ধাক্কা লাগবেই।
আর এই বিশেষ উত্তেজনাময় পর্বটি আগামী ১৫ মার্চ একটি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হবে।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৫/ রশিদা