প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক তার চলচ্চিত্র 'কিছু আশা কিছু ভালোবাসা' নিয়ে প্রকাশিত সংবাদের সঙ্গে ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, আমার এই ছবির একটি দৃশ্যে ভিলেন জাতীয় পতাকা দিয়ে মুখ মুছে এবং এ জন্য নায়ক তাকে শায়েস্তা করে। দৃশ্যটি সেন্সর বোর্ড কর্তন করে। পরে জাতীয় পুরস্কারের জন্য ছবি জমা দেওয়ার সময় অসাবধানতাবশত ওই দৃশ্য সম্বলিত প্রিন্ট জমা পড়ে যায়। এ ছবিতে কোনো অশ্লীল দৃশ্য ছিল না বলে জানান নির্মাতা মানিক।
এই নির্মাতার প্রথম চলচ্চিত্র 'দুই নয়নের আলো'-তে অভিনয় করে প্রথমবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান শাবনূর।