বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মুখকে যে কোনো ধরনের বিজ্ঞাপনেই বিশ্বস্ত বলে মনে হয়। সম্প্রতি ভারতের অ্যানুয়েল ব্র্যান্ড ট্রাস্ট রিপোর্ট ২০১৫- এর এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর ইন্ডিয়া টুডে'র
বিক্রি বাড়াতে ১০ লাখের মতো ব্র্যান্ডে বছরের পর বছর ক্যাটরিনার মুখ ব্যবহার করা হচ্ছে। বর্তমানে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে অন্যের কাছে উপস্থাপনের ক্ষেত্রে এখন একমাত্র বিশ্বস্ত নাম ক্যাটরিনা।
অ্যানুয়েল ব্র্যান্ড ট্রাস্ট রিপোর্ট ২০১৫ জরিপে যে কোনো ব্র্যান্ডের উপস্থাপনের ক্ষেত্রেই তাই শীর্ষস্থানে রয়েছেন ক্যাট।
বিজ্ঞাপন বিশ্বের একজন মুখপাত্র বলেন, 'আমরা সত্যিই বিস্মিত। তিনি এমনই একজন যার বিজ্ঞাপন ইকুয়েটি অতুলনীয়। ক্যাটের ব্যক্তিত্ব তার সৌন্দর্য ও বুদ্ধিমত্তাকে বিচ্ছুরিত করে; যা বিজ্ঞাপনে খুবই দরকার।'
ওই মুখপাত্র আরো বলেন, 'এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে সবচেয়ে ফটোজেনিক ফেস ক্যাটরিনার।'
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ ২০১৫/শরীফ