যৌনতাই হেট স্টোরি-৩ ছবির দর্শক টানার মূল অস্ত্র। এ সিরিজের প্রথম দু'টি ছবিও ছিল যৌনতা, হিংসা, অ্যাকশন নির্ভর। এবার পর্দায় আসছে এর তিন নম্বর সিক্যুয়েল।
সম্প্রতি প্রকাশ হয়েছে এই ছবির হট ট্রেলর। ট্রেলরেই সমালোচক মহলে বিতর্কের ঝড় তুলেছে 'হেট স্টোরি ৩'। দর্শক মহলে অবশ্য এ নিয়ে রসাত্মক চায়ের আড্ডা জমে উঠছে।
টি-সিরিজ প্রকাশ করেছে এই ছবির শিহরণ জাগানো ট্রেলর। জেরিন খান, শারমান যোশী, ডেইজি শাহ এবং করণ সিং অভিনীত ছবিটি ট্রেলরেই আলোড়ন ফেলে দিয়েছে। গতকাল শুক্রবার প্রকাশিত ট্রেলরটি এখন পর্যন্ত দেখেছেন প্রায় ৮১ লাখ ৪১ হাজার দর্শক।
হিটের পাশাপাশি অবশ্য নিন্দার ঝড়ও উঠেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। অনেকেই বলছেন, যৌনতাকে মূখ্য করেই ছবির ট্রেলর প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ছবির কাহিনী নির্ভর প্রচারণার বদলে বিশেষ কিছু দৃশ্য এবং তার সঙ্গে মানানসই শব্দসংযোজন করে জনপ্রিয়তা লাভের কূট কৌশল এই ট্রেলর। অনেকে ট্রেলরকে পর্নো ছবির ট্রেলরের সঙ্গে তুলনা করেছেন।
ছবির পরিচালক আগেই জানিয়েছেন, হেট স্টোরি সিরিজের এই তৃতীয় সিনেমায় থাকছে চারগুণ বেশি হিংসা, থ্রিলার, অ্যাকশন ও রোমান্স ও যৌনতা।
ট্রেলর দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন: