প্রযোজক হিসেবে মাঠে নামার আগেই বিতর্কের ঢেউয়ে ধাক্কা খাচ্ছেন অভিনেত্রী ববি। তাও কিনা আবার একটি 'নাম' নিয়ে। তার প্রযোজনায় প্রথম ছবি নির্মিত হতে যাচ্ছে, যার নাম 'প্রেমলীলা'। এটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। কিন্তু মিডিয়া পাড়ায় নানারকম গুঞ্জন ও বিতর্কের ঝড় বয়ে চলেছে এই ছবির নামকরণ নিয়ে।
জানা গেছে, চলতি বছরের বইমেলায় লেখক ও সাংবাদিক অনুরূপ আইচ 'প্রেমলীলা' নামে একটি বই প্রকাশ করেছিলেন। আর তখনই এই পাণ্ডুলিপির ওপর একটি ছবি তৈরির প্রাথমিক ঘোষণা দিয়েছিলেন অনুরূপ আইচ। এই কারণে সেই 'প্রেমলীলা' এবং ববির 'প্রেমলীলা'র ঘর্ষণে বেজে উঠছে মিডিয়া পাড়ায় নিত্যনতুন বিতর্ক।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে ববি বলেন, 'প্রেমলীলা' নামটি নিয়ে যা হচ্ছে তা সত্যিই হাস্যকর। সবচে' বড় কথা পরিচালক শামীম আহমেদ রনি ও অভিনেতা শাকিব খান স্ক্রিপ্ট লেখার সময়ই নামটি ঠিক করেন। আমি নিজেও ওই সময় এটা জানতাম না। নামটি শোনার পর আমার ভালো লেগেছে। অথচ বলা হচ্ছে 'প্রেমলীলা' নামটি কপি করা হয়েছে। যা মোটেও সত্য নয়। এমনকি শাকিব খান ও শামীম ভাইও জানতেন না এই নামে কোনো উপন্যাস অাছে। আরে ভাই, সেই উপন্যাস থেকে যদি কাহিনী লিখতাম তাহলেও একটা কথা ছিল। কিন্তু সেটাও না। উপন্যাসের কাহিনীর সঙ্গে কোনো মিলই নেই। মূলত কাহিনীর প্রয়োজনে 'প্রেমলীলা' নামটি দেওয়া হয়েছে।
ববি আরও বলেন, নাম তো মিলতেই পারে, এটা নিয়ে এতো হৈ চৈ করার কি আছে! আসলে মনে হয় উপন্যাসটিকে এখন কেউ কেউ ফেমাস করতে চাইছেন। যাই হোক, আমার সিদ্ধান্তে আমি অটল। আমার মধ্যে কোনো পিছুটান নেই। এছাড়া মনে হচ্ছে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির দেয়াল সৃষ্টি করতে চাইছেন।
এদিকে, উপন্যাসটির লেখক অনুরূপ আইচ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চলতি বছরের বইমেলায় বেশ সাড়া ফেলেছিল 'প্রেমলীলা' উপন্যাসটি। এটি প্রকাশের আগেই কয়েকজন নির্মাতার সঙ্গে কথা বলে রেখেছিলাম। তখনই পরিকল্পনা এঁটেছি উপন্যাসটিকে বড়পর্দায় আঁটাবো। এখন শুনছি এই নামে ববি ছবি তৈরি করতে যাচ্ছেন। খবরটি শোনার পরই কয়েকজন বন্ধুকে দিয়ে ববিকে অনুরোধ করি তিনি যেন এই নামে ছবি তৈরি না করেন। এখন পর্যন্ত খবর আছে ববি তার সিদ্ধান্তে অটল। জানতে পেরেছি, আমার প্রকাশক ইতোমধ্যে ববির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রাথমিক প্রক্রিয়াও শুরু করেছেন।
অনুরূপ আইচ আরও বলেন, ববি একজন শিক্ষিত মেয়ে। আশা করি তিনি তার সিদ্ধান্ত পাল্টাবেন। তিনি যদি অামাকে আগেই বলতেন তাহলে আর জল এতোদূরে গড়াতো না।
বিডি-প্রতিদিন/ ১৯ অক্টোবর, ২০১৫/ রশিদা