চিত্রনায়ক রিয়াজের শারীরিক অবস্থা উন্নতির দিকে। প্রাথমিকভাবে তিনি শঙ্কামুক্ত। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিউ)চিকিৎসাধীন রয়েছেন।
‘কৃষ্ণপক্ষ’ সিনেমার সহকারী পরিচালক জুয়েল রানা মঙ্গলবার দিবাগত রাতে এই তথ্য জানান।
এর আগে, মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ সিনেমার শুটিং সেটে সোমবার রাত ৮টায় হৃদরোগে আক্রান্ত হন রিয়াজ। এরপর দ্রুত তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অ্যাপলো হাসপাতালে স্থানান্তর করা হয়।
‘কৃষ্ণপক্ষ’ সিনেমার প্রধান সহকারী পরিচালক জুয়ের রানা সোমবার দিবাগত রাতে বলেন, ‘প্রাথমিকভাবে শঙ্কামুক্ত রিয়াজ। তাকে হাসপাতালে নিয়ে আসার পর এনজিওগ্রাম করা হয়েছে। চারটি ব্লক ধরা পড়েছে। তবে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন ভয়ের কিছু নেই। প্রাথমিকভাবে তিনি এখন শঙ্কামুক্ত।’
অনেকদিন ধরেই সিনেমায় অভিনয় করছেন না রিয়াজ। মাঝে বেশ কিছু টিভি নাটকে দেখা গেলেও অনেক দিন ধরেই নতুন কোন সিনেমায় দেখা যায়নি এই অভিনেতাকে। বিরতি কাটিয়ে শাওনের ‘কৃষ্ণপক্ষ’ সিনেমায় অভিনয় করছিলেন তিনি।
হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এই সিনেমাটি নির্মাণ করছেন মেহের আফরোজ শাওন। এটি শাওনের পরিচালনায় প্রথম সিনেমা। এতে রিয়াজ ছাড়াও আরও অভিনয় করছেন মাহিয়া মাহি, ফেরদৌস, তানিয়া আহমেদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৫/মাহবুব