বিশ্ব যখন দশেরায় মেতেছে তখন চলছে ঠাকুর বরণ, সিঁদুর খেলা আর বিজয়ার মিষ্টি মুখ। উৎসব থেকে বিরত ছিল না বলিউডের অভিনেতা-অভিনেত্রীরাও। এরই অংশ টুইটারে 'বিগ বি' খ্যাত অমিতাভের শুভেচ্ছা বিনিময়। সেইসঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি।
এক টুইট বার্তায় বিগ বি লিখেন, 'দশেরার শুভ দিনে সবাইকে আমার শুভেচ্ছা ও শুভকামনা। সবার জীবনে কল্যাণ বয়ে আসুক।' এর আগে এক টুইট বার্তায় শারদীয়ার শুভেচ্ছাও জানিয়েছিলেন এই অভিনেতা।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৫/শরীফ