'কলকাতা মৈত্রী সম্মাননা ২০১৫' গ্রহণ করেছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। তাকে এই সম্মাননা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ‘খোলা মন’ সংগঠন।
বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বিড়লা অ্যাকাডেমির সভাঘরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু তাঁর হাতে সম্মাননা হিসেবে একটি উত্তরীয়, পদক ও ফুলের তোড়া তুলে দেন।
সম্মাননা পেয়ে খুবই উচ্ছ্বসিত এই শিল্পী জানান, ‘কলকাতায় এসে খুব ভাল লাগছে। এখানকার শিল্পীদের সঙ্গে এই সম্মাননা পেয়ে আমি খুবই খুশি। যদিও এদিনের অনুষ্ঠানে দর্শক সংখ্যা কম থাকায় দু:খ প্রকাশ করেন তিনি’।
আাঁখি আরও জানান, ‘কলকাতা আমার দ্বিতীয় ঘর। আগামী চারটে দিন কলকাতাতেই থাকবো। আমি আমার দুই মেয়েকেও সঙ্গে এনেছি। তাদের সঙ্গে নিয়েই বেশ কিছু জায়গায় ঘুরে দেখবো। তারপর দেশে ফিরবো’।
আঁখি ছাড়াও এদিন সম্মাননা জানানো হয়েছে দুই বাংলার কয়েকজন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এদের মধ্যে বাংলাদেশের তরফে উল্লেখযোগ্যরা হলেন আলহাজ হাবিবুর রহমান মোল্লাহ এমপি ঢাকা-৫, জনাব মহম্মদ ইসরাফিল আলম এমপি নওগাঁ-৬, আ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা এমপি, অধ্যক্ষ মহম্মদ শাহজাহান আলম সাজু- সদস্য সচিব শিক্ষাক কর্মচারী কল্যাণ ট্রাস্ট, ডাক্তার হাকিম রফিকুল ইসলাম- পরিচালক মার্কেটিং হামদর্দ ল্যাবরেটরি বাংলাদেশ, নেলী ইসলাম আম্বাসাডার অফ মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল।
অন্যদিকে পশ্চিমবঙ্গের সম্মাননা প্রাপকদের মধ্যে উপস্থিত ছিলেন- পরিচালক গৌতম ঘোষ, রাজা সেন, নৃত্যশিল্পী অলকানন্দা রায়, সঙ্গীতশিল্পী সিদ্ধার্থ রায় (সিধু), অনিন্দ বোস, লগ্নজিতা, তাপস দাস, প্রদীপ চট্টোপাধ্যায়, অভিনেত্রী পাপিয়া অধিকারী।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৫/মাহবুব