জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হল ২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শনিবার বিকেলে কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, অমিতাভের স্ত্রী জয়া বচ্চন, বিদ্যা ব্যালন, শর্মিলা ঠাকুর, মৌসুমি চ্যাটার্জি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান রঞ্জিত মল্লিকসহ একঝাঁক তারকা। অনুষ্ঠান শুরুর আগে প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় একমিনিট নীরবতা পালন করা হয়। এরপর উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেন ওস্তাদ রশিদ খাঁ।
পরে বক্তব্য রাখতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন অমিতাভ। তিনি বলেন ‘এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে খুবই ভাল লাগছে। এই শহরের প্রতি আমার দুর্বলতা চিরদিনই। কলকাতাই আমাকে প্রথম চাকরি দিয়েছিল। কলকাতার দর্শকরা বিশ্বের সবচেয়ে সংস্কৃতমনস্ক। কলকাতার মতো এত ভালাবাসা আর কোথাও পাই না।
বাংলার পরিচালকদের প্রশংসা করে তিনি বলেন, 'বাংলার পরিচারলকদের অবদান অপরিসীম। বহু বলিউড ছবির শ্যুটিং হয়েছে এই কলকাতাতে। নেতাজী ইনডোর স্টেডিয়ামেই আমার ‘ইয়ারানা’ ছবিরও শুটিং হয়েছিল। বক্তব্যের মধ্যেই বাংলায় বিশ্বকবির ‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’ কবিতা আবৃত্তি করে মন জয় করেন এই বলিউড মেগাস্টার।
এদিনের উৎসবের মঞ্চ থেকে সহিষ্ণুতার বার্তাও দিলেন অমিতাভ। তিনি বলেন ‘বৈচিত্রের মধ্যে ঐক্যের দেশ ভারত। এটা সবসময় মনে রাখতে যে ভারত ঐক্যের দেশ।
মমতা বন্দোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন কলকাতা আপনাদের সবসময় স্বাগত জানাবে। আপনার এখানে আসুন ছবি নির্মাণ করুন। রাজ্য সরকার সবরকম সহযোগিতা করবে।
উদ্বোধনী ছবি হিসেবে এদিন দেখানো হচ্ছে জাপান ও ফিলিপিন্সের যৌথ উদ্যোগে নির্মিত ‘ব্ল্যাঙ্কা’। ছবিটির পরিচালনা করেছেন জাপানী পরিচালক খোকি হাসেই।
এই উৎসব চলবে আগামী ২১ তারিখ পর্যন্ত। আট দিন ধরে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইথিওপিয়া, জার্মানি, গ্রীস, জাপান, ফিলিপিন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, তাইওয়ান, স্পেনসহ বিশ্বের ৬১টি দেশের মোট ১৪৯ টি ছবি দেখানো হবে এই উৎসবে। এর মধ্যে বাংলাদেশের দুইটি পূর্ণ দৈর্ঘ্যরে চলচ্চিত্র প্রদর্শিত হবে। একটি পরিচালক সুমন ধরের ‘আমি ও আইসক্রীম ওয়ালা’, অন্যটি মনসুর আলী পরিচালিত ‘সংগ্রাম’।
সাধারণ মানুষের কাছে ভালো সিনেমা দেখানোর সুযোগ তৈরি করে দিতে নন্দন, শিশির মঞ্চ, রবীন্দ্রসদনসহ কলকাতার ১২টি পেক্ষাগৃহে উৎসবের ছবিগুলো দেখানো হবে।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৫/মাহবুব